About Us - Jessore News - যশোর নিউজ - Jessore News

Breaking

Post Top Ad


Post Top Ad

Responsive Ads Here

About Us - Jessore News

যশোর নিউজের ইতিবৃত্ত
আনন্দের সাথে জানাচ্ছি যে, আমরা যশোরের বেশ কয়েকজন তরুন যশোর নিউজ ডট কম  (www.jessorenews.com) নামে একটি সংবাদ সাইট এবং অনলাইন আর্কাইভ তৈরি করেছি। এ আর্কাইভটিতে বর্তমানে যশোরের সব ধরণের সংবাদ প্রকাশিত হচ্ছে। আমরা চেষ্টা করছি যশোর সম্পর্কিত সকল সংবাদ নিয়মিত প্রকাশ করতে এবং সেই সাথে আমাদের নিয়মিত বিভাগতো থাকছেই । যশোর নিউজ সম্পর্কে আরোও তথ্য নিচে দেয়া হলো।


শুরুর কথা
যশোরের বিপুল সংখ্যক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়েই লেখাপড়া করছে। এর মধ্যে গনযোগাযোগ এবং সাংবাদিকতা বিষয়ে অধ্যয়ন করছে এমন শিক্ষার্থীর সংখ্যাও রয়েছে অনেক। আমরা বিশ্ববিদ্যালয় পড়ুয়া এসব শিক্ষার্থীরাই মূলত যশোর নিউজ প্রকল্পের উদ্যোগ নিয়েছি। যশোরকে বিশ্ববাসীর কাছে আরোও উজ্জলভাবে তুলে ধরতেই আমাদের এ উদ্যোগ। “অনলাইনে যশোরের সংবাদ পড়া যাবে” এমন ভাবনা  নিয়ে ২২ অক্টোবর ২০০৯ ইং তারিকে একটা ওয়েবসাইট (www.jessore.slinkset.com) বানানো হলো শুধু ক্যাটাগরি এবং ওয়েব পেজের লিংক তৈরী করে । এলাকা ভিত্তিক এবং সংবাদের বিভাগ ভিত্তিক ক্যাটাগরীতে গেলে সেখানে বিভিন্ন সংবাদপত্রের যশোর ভিত্তিক নিউজের হেডলাইন এবং পেজটার লিংক ছিল এবং লিঙ্কে ক্লিক করলে নতুন উইন্ডোতে সেই নিউজের বিস্তারিত পড়া যেত। এভাবে কিছুদিন নিউজ আপডেট করার পর নতুন ডোমেন (www.jessorenews.net) এবং হোস্টিং কেনা হল এবং নতুন এড্রেসে নতুন ডিজাইনে “বিশ্ব জুড়ে যশোরের খবর” স্লোগান নিয়ে পরিপূর্ণ সাইট পরিক্ষামুলক যাত্রা  শুরু করলো ২১ সেপ্টেম্বর, ২০১০ ইং থেকে। কারিগরী ত্রুটির কারনে ২৬ এপ্রিল, ২০১১ ইং তারিখ থেকে যশোর নিউজ ডট নেট ডোমেনটি বন্ধ হয়ে যায় এবং ১৩ ই নভেম্বর, ২০১১ ইং তারিখ থেকে পুনরায় যশোর নিউজ ২৪ ডট কম (www.jessorenews24.com) নতুন ডোমেনে নতুন কয়েকটি ফিচার নিয়ে আবার “যশোর নিউজ” চালু হলো। বিশ্বব্যাপি তথ্যপ্রযুক্তিতে যেমন বিপ্লব ঘটছে তাতে কাগুজে সংবাদপত্রের চেয়ে অনলাইন সংবাদপত্রের কদরই বাড়ছে দিন দিন। এজন্য যশোরের সংবাদ অনলাইনে নিয়ে আসার লক্ষ্যে আমরা কাজ করছি । আজ আমরা  একা নই, একঝাক তরুন সাংবাদিক আর মেধাবী কিছু স্বপ্নবাজ নিরলস কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত নিউজ আপডেট করতে এবং সাইটটার কারিগরী উন্নয়নে। ইতিমধ্যেই বেশকয়টি জাতীয় দৈনিক এবং অনলাইন সংবাদ মাধ্যমে ‘যশোর নিউজ’এর রিভিউ ছাপা হয়েছে।


আমাদের মডেল
সংবাদ প্রকাশের ক্ষেত্রে আমরা বিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান ইয়াহুর অনলাইন সংবাদপত্র ইয়াহু নিউজ (www.news.yahoo.com) কে মডেল হিসাবে গ্রহণ করেছি। ইয়াহু কর্তৃপক্ষ নিজেদের কোন সংবাদ সাইটটিতে প্রকাশ করে না। তাদের নিজস্ব কোন সংবাদদাতা বা সম্পাদক নেই। তাঁরা কেবল বিশ্বব্যাপি নামিদামি সব সংবাদপত্র এবং সংবাদ সংস্থার সংবাদই ওয়েবসাইটটিতে প্রকাশ করে। ইয়াহুকে মডেল হিসাবে নিয়ে আমরাও আমাদের সাইটটিতে যশোরের সব পত্রিকার এবং জাতীয় সংবাদ মাধ্যমের সংবাদ প্রকাশ করবো। ইয়াহু নিউজের ক্ষেত্রে তাদের ‘ইউনিক কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম’ স্বয়ংক্রীয়ভাবেই অন্যান্য সংবাদপত্রের সংবাদ ইয়াহু নিউজে আপডেট করে দেয়। কিন্তু আমাদের যশোরের সব পত্রিকাগুলোর ওয়েবসাইট না থাকায় আমাদের ‘ম্যানুয়ালি’ আপডেট করতে হয়। বর্তমানে আমরা যশোরের স্থানীয় কয়েকটি ও জাতীয় কয়েকটি সংবাদপত্রের সংবাদ আপডেট করছি।


পাঠকের কাছে প্রত্যাশা
পাঠকের কাছে আমরা প্রত্যাশা করছি যশোর নিউজ নিয়মিত প্রকাশ করতে সার্বিক সহযোগিতা করবেন। আমাদের মানোন্নয়নে আপনার মূল্যবান পরামর্শও কামনা করছি। ইমেইল করুন jessorenews@gmail.com ।  যশোর নিউজ টিম আর পাঠক মিলে আমরা যশোর নিউজ পরিবার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, আমরা এগিয়ে থাকবোই এবং বিশ্বজুড়ে জুড়ে যশোরের খবর ছড়িয়ে দিব।
সম্পাদকীয়

Post Top Ad

Responsive Ads Here