যশোরে মদসহ তিন ভারতীয় নাগরিক আটক - যশোর নিউজ - Jessore News

Breaking

Post Top Ad


Post Top Ad

Responsive Ads Here

Friday, September 2, 2022

যশোরে মদসহ তিন ভারতীয় নাগরিক আটক

 


যশোরের শার্শায় ২০ বোতল বিদেশি মদসহ তিন ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কামারবাড়ী মোড় থেকে তাদেরকে আটক করা হয়।

তারা হলেন, ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁও এলাকার তপন দাসের ছেলে উত্তম দাস (২৮), উত্তম দাসের স্ত্রী পূজা শাওন (২৪) ও অসিম বিশ্বাসের স্ত্রী অর্চনা বিশ্বাস (৫১)।

সূত্র জানায়, আটককৃত ভারতীয় নাগরিকেরা বৈধ ভারতীয় পাসপোর্ট ও ভিসায় বৃহস্পতিবার বাংলাদেশে এসেছেন। বেনাপোল চেকপোস্টের ডিউটি ফ্রি দোকান থেকে মদগুলো কিনে যশোরের উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন।

পুলিশ জানায়, শার্শা থানার এসআই সুমন সরকার যশোর-বেনাপোল মহাসড়কের কামারবাড়ী মোড়ে চেকপোস্টে ডিউটিকালে একটি ইজিবাইক সন্দেহভাজনক মনে হলে থামান। এ সময় তিন যাত্রীর ব্যাগ তল্লাশি করা হয়। পরে তাদের ব্যাগ থেকে ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

শার্শা থানার ওসি মামুন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের নামে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here