যশোরে বিদেশে পাঠানোর নামে টাকা আত্মসাৎ - যশোর নিউজ - Jessore News

Breaking

Post Top Ad


Post Top Ad

Responsive Ads Here

Saturday, August 13, 2022

যশোরে বিদেশে পাঠানোর নামে টাকা আত্মসাৎ

 


যশোরে বিদেশে পাঠানোর নামে টাকা আত্মসাতের অভিযোগে শ্যালক ও শ্যালকের স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন কামরুল বিশ্বাস নামে এক ব্যক্তি। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম অভিযোগে তদন্ত করে সিআইডি পুলিশকে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন। আসামিরা হলেন মণিরামপুরের ঝাঁপা বাঘাডেঙ্গী গ্রামের আবুল কালাম ও তার স্ত্রী মমতাজ বেগম। কামরুল বিশ্বাসের বাড়ি যশোর সদরের মাহিদীয়া গ্রামে।

সূত্রমতে, আবুল কালাম দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন। দেশে ফিরে তিনি মালয়েশিয়ায় লোক পাঠানোর কাজ শুরু করেন। চলতি বছরের ১১ জানুয়ারি আবুল কালাম ও মমতাজ দুলাভাই কামরুলের বাড়িতে এসে তাকে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া পাঠানোর প্রস্তাব দেন। রাজি হয়ে কামরুল সাড়ে ৩ লাখ টাকায় চুক্তিবদ্ধ হয়ে ২২ জানুয়ারি এক লাখ ৭০ হাজার টাকা দেন। পরে আরও এক লাখ টাকা দেওয়া হয় কালামকে। ৮ জুলাই কালাম ও তার স্ত্রী বাকি এক লাখ ৮০ হাজার নেন।

Post Top Ad

Responsive Ads Here