যশোরে বাস ধাক্কায় যুবক নিহত - যশোর নিউজ - Jessore News

Breaking

Post Top Ad


Post Top Ad

Responsive Ads Here

Monday, August 22, 2022

যশোরে বাস ধাক্কায় যুবক নিহত

 


যশোরে ঝিকরগাছায় বাস ধাক্কায় এক যুবক নিহত হয়েছে। রবিবার (২১ আগস্ট) সকাল ৮টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলাধীন নবীনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান (৪০) শার্শা উপজেলার পুটখালী গ্রামের জনাব তবি মোড়লের ছেলে।

পুলিশ সূত্রে, রবিবার সকালে হাবিবুর নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে যশোর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলাধীন নবীনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা যশোর অভিমুখী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে নাভারন হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়।

এ ব্যাপারে নাভারণ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক আমিরুজ্জামান বলেন, ঘাতক বাসটিকে সনাক্ত করা যায়নি। লাশ প্রাথমিক সূরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here