যশোরে সড়ক দুর্ঘটনায় আবু জাফর (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আবু জাফর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
পরিবারের লোকজন জানায়, গত সোমবার রাত ১১টার দিকে শহরের আরবপুর মোড়ে মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন আবু জাফর। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন মঙ্গলবার সকালে মারা যান তিনি। হাসপাতালের চিকিৎসক সাজিদ হোসেন রাফি তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি থানার এস আই তুহিন বাওয়ালী জানিয়েছেন, অভিভাবকদের আবেদনের কারণে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।