সারের সংকট সৃষ্টিকারীদের ক্ষমা করা হবে না : যশোরে কৃষিমন্ত্রী - যশোর নিউজ - Jessore News

Breaking

Post Top Ad


Post Top Ad

Responsive Ads Here

Wednesday, August 24, 2022

সারের সংকট সৃষ্টিকারীদের ক্ষমা করা হবে না : যশোরে কৃষিমন্ত্রী

 


কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে সারের কোনো সংকট নেই। সংকট সৃষ্টিকারীদের ক্ষমা করা হবে না। আজ বুধবার দুপুরে যশোর ইটিআই অডিটোরিয়ামে আয়োজিত কৃষিবিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। একইসঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকেও নির্দেশনা দিয়েছেন মন্ত্রী।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আজ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে কৃষিমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াতের আমলে সারের মূল্য ৯০ টাকায় ঠেকিয়েছিল। শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসেই সারের মূল্য কমিয়ে ক্রয় ক্ষমতার মধ্যে এনেছে। গত ১৩ বছরের মধ্যে সারের মূল্য বাড়ানো হয়নি।’

মান্ত্রী বলেন, গুলশান বনানীর ব্যবসায়ীরা কৃষিপণ্যের মূল্যবৃদ্ধি ঘটিয়ে নব্য শোষক শ্রেণিতে পরিণত হয়েছে। আমরা সাড়ে ১৬ কোটি মানুষকে দেশের উৎপাদন দিয়েই খাওয়াচ্ছি। কৃষকের পরিশ্রমের কারণে বাংলাদেশ ভিক্ষুকের দেশ না; খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ।’

কৃষিমন্ত্রী বিএনপির উদ্দেশে বলেন, ‘প্রধানমন্ত্রীর মন আকাশের মতো উদার। তাঁর দয়ায় খালেদা জিয়া জেলের বাইরে আছে। ক্ষমতায় আসতে হলে নির্বাচনের মাধ্যমে আসতে হবে। লন্ডন থেকে রিমোট কন্ট্রোল চালিয়ে হবে না।’

কর্মশালায় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারসহ কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, মাঠ পর্যায়ের কর্মকর্তা, কৃষক ও বীজ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here