যশোরে ছাত্রাবাস থেকে শুদিপ্ত বিশ্বাস (২৬) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে শহরের বেজপাড়া টিবি ক্লিনিকের পাশে পৃথ্বীশ মজুমদারের ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সুদিপ্ত বিশ্বাস মাগুরা জেলার সদর উপজেলার কুচিমারা গ্রামের সুজন বিশ্বাসের ছেলে ও তিনি যশোর এমএম বিশ্ববিদ্যালয় কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন।
ছাত্রাবাসের মালিক পৃথ্বীশ মজুমদারের স্ত্রী তৃবেনী মজুমদার বলেন, আমরা এই বাড়িতে বসবাস করি না, দ্বিতল ভবনের নিচের ছয়টি রুম এবং উপরের তলায় ৫টি রুম সবই ছাত্রদের কাছে ভাড়া দেওয়া। সকালে ছাত্রাবাসে দ্বিতীয় তলার একজন ফোন দিয়ে জানায় নিচের তলায় সুদিপ্ত নামের একটি ছেলে রুমে মৃত অবস্থায় পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ আসে।
এ বিষয়ে কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বলেন, ‘জানালা ভেঙে ভেতরে ঢুকে দেখি ওই ছাত্র রুমের ভেতর মৃত অবস্থায় পড়ে আছে। রুমের ভেতর সব কিছু এলোমেলো অবস্থায় ছিলো।
কী কারণে তার মৃত্যু হয়েছে তা এই মুহুর্তে বলা যাচ্ছে না। লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।