যশোরে জেলি পুশ করা সাড়ে ১২ মণ চিংড়ি জব্দের পর ধ্বংস করেছে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। সেইসঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ চিংড়ি ব্যবসায়ীর কাছ থেকে লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
বুধবার (২৪ আগস্ট) রাত ১১টার দিকে যশোর-বেনাপোল সড়কের চাঁচড়া মোড়ে অভিযান চালিয়ে ঢাকাগামী একটি ট্রাক থেকে এ চিংড়ি জব্দ করা হয়।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এম নাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন সাতক্ষীরার শ্যামনগর থেকে ঢাকার কারওয়ান বাজারের উদ্দেশে একটি চিংড়ি মাছের ট্রাক যাচ্ছে। ওই চিংড়ি মাছে জেলি পুশ করে ওজন বাড়ানো হয়েছে। এরপর র্যাবের একাধিক টিম যশোর-বেনাপোল সড়কের চাঁচড়া মোড়ে অবস্থান নেয়। রাত ১১টার দিকে চিংড়ি মাছভর্তি একটি ট্রাকটি থামিয়ে তল্লাশি চালানো হয়। অভিযানে থাকা উপজেলা মৎস্য কর্মকর্তা ট্রাকে থাকা মাছগুলোর মধ্যে পুশ করা জেলির অস্তিত্ব পান। এরপর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপ দাস পাঁচ চিংড়ি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেন। এ ছাড়া সাড়ে ১২ মণ জেলি পুশ করা চিংড়ি মাছ জব্দ করে তা ধংস করা হয়।