যশোরে স্বাভাবিক জীবনে ফিরেছে এক হাজারেরও বেশি তরুণ - যশোর নিউজ - Jessore News

Breaking

Post Top Ad


Post Top Ad

Responsive Ads Here

Saturday, August 20, 2022

যশোরে স্বাভাবিক জীবনে ফিরেছে এক হাজারেরও বেশি তরুণ

 


রুবেল শেখের বয়স মাত্র ১৩ বছর। পাড়ার বন্ধুদের পাল্লায় পড়ে ধুমপান করা শুরু করে সে। এরপর ধীরে ধীরে ধুমপানের সঙ্গে যোগ হয় গাঁজাসহ ভয়ঙ্কর সব মাদক। সেখান থেকে রুবেল মাদকাসক্ত। এ কারণে মাধ্যমিকের গণ্ডি পার হতে পারেনি সে। রুবেলের পরিবার তাকে চিকিৎসা করিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে এলেও বড় হওয়ার স্বপ্ন যেন মাঝপথে থেমে গেছে তার। 

এলাকার মাদকাসক্ত ব্যক্তিদের থেকে মাদক সেবন শিখে মাদকাসক্ত হয়ে পড়ে আফজাল হোসেন। ভেঙে যায় নব-বিবাহিত সংসার। দীর্ঘ ১৫ বছর নেশায় আসক্ত হয়ে পরিবার সমাজ থেকে দূরে ছিলেন। তবে মাদককে না বলে আজ তিনি ফিরতে পেরেছেন স্বাভাবিক জীবনে। 

রুবেল, আফজালের মতো যশোরের রুবায়েত, জুবায়ের, নাসিরসহ অনেকেই মাদকের অন্ধকার জগৎ থেকে স্বাভাবিক জীবনে ফিরে আবারও নতুন করে পৃথিবীতে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করেছেন।

একইভাবে গত ১০ বছরে সহস্রাধিক মাদকসেবীকে চিকিৎসা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিয়েছে যশোরের ঢাকা আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র (আমিক)। পরিবারের সহায়তায় রিকভারি করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রের ম্যানেজার আমিরুজ্জামান।

শনিবার (২০ আগস্ট) যশোরে চিকিৎসারত মাদকাসক্ত ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে এক পারিবারিক সভায় তিনি বলেন, ছয় মাস চিকিৎসা শেষে মাদকমুক্ত জীবনযাত্রায় পরিবারের বিশেষ ভূমিকা থাকে। চিকিৎসার পাশাপাশি পরিবারের সচেনতায় গত এক দশকে তারা এক হাজার ৭২ জনকে মাদকমুক্ত জীবনে ফিরিয়ে দিতে পেরেছেন। এজন্য প্রতি মাসে তারা পারিবারিক সভার আয়োজন করেন।

Post Top Ad

Responsive Ads Here