নতুন প্রজন্মের চাহিদা অনুযায়ী অনলাইন চিকিৎসা সেবা ও রক্তের সন্ধানে “যশোর মডেল পলিটেকনিক ইনস্টিটিউট” এর ছাত্রের হাত ধরে শুরু হতে যাচ্ছে daktarpara.com। উদ্দোক্তা “নাঈম হাসান লিভিন” জানিয়েছেন যে এই ওয়েবসাইটের মাধ্যমে বাংলাদেশ একটি নতুন চিকিৎসা সেবাই এগিয়ে যাবে” এছাড়াও রক্তের জন্য কাউকে হয়রানি হতে হবে না” খুব সহজেই রক্তের সন্ধান দেয়া হবে আমাদের ওয়েবসাইট থেকে” পরবর্তীতে একটি এপ্যস আমরা যুক্ত করবো এবং এতে বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে খুব সহজেই মানুষ বিভিন্ন চিকিৎসা সেবা পরামর্শ পেয়ে থাকবেন” চিকিৎসা সেবার সঠিক পরামর্শ ও হয়রানি মুক্ত বাংলাদেশ গড়তে আমার এই উদ্দেশ্য সহজভাবেই কাজে লাগবে”
চিকিৎসা সেবায় নতুন সহযোদ্ধা হতে যাচ্ছে, daktarpara. তথ্য প্রতিমন্ত্রী জনাব, জোনায়েদ আহম্মেদ পলকের সহযোগিতায় ও নাঈম হাসান লিভিন এর কৃতিত্বে আমরা পেতে চলেছি এই অনলাইন চিকিৎসা সেবা" বর্তমানে নতুন ডিজাইনের কাজ চলছে বলে জানা গেছে" এতে নাঈম হাসান লিভিন সর্ব সাধারণের উপকার ও চিকিৎসা সেবাকে এগিয়ে নেয়ার কথা জানান"".
” সকল মেডিকেল ও ক্লিনিক আমাদের সাথে যুক্ত হতে daktarpara.com এ ভিজিট করুন।