যশোরে রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার - যশোর নিউজ - Jessore News

Breaking

Post Top Ad


Post Top Ad

Responsive Ads Here

Thursday, August 13, 2020

যশোরে রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার

 


যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় একদিনের নবজাতক এক শিশুকে জীবিত উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে বাগআঁচড়া পল্লী বিদুৎ অফিসের সামনে রাজ্জাক কলুর মিলের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সদ্য নবজাতক বাচ্চাটি কন্যাসন্তান।

পুলিশ জানায়, বুধবার গভীর রাতে কে বা কারা নবজাতক শিশুটি ফেলে রেখে যায়। সকালে রাস্তার পাশে চায়ের দোকানদার দেখতে পায় সদ্য নবজাতক একটি শিশু কাপড়ে মোড়ানো অবস্থায় ছটফট করছে। শিশুটিকে জীবিত উদ্ধার করে পুলিশকে খবর দেয়।

ঘটনাস্থলে পুলিশ গিয়ে বাচ্চাটি নিরাপদ পরিচর্যা করার জন্য চায়ের দোকানদার বাবুলকে লিখিত নিয়ে তার কাছে হস্তান্তর করা হয়।

বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের ওসি উত্তম কুমার বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নবজাতক শিশুটি উদ্ধার করে দোকানদার বাবুলের হেফাজতে রাখা হয়েছে। তার ম-বাবার সন্ধান পাওয়ার চেষ্টা চলছে।

Post Top Ad

Responsive Ads Here