ভারতের পানিতে তলিয়ে গেছে শার্শায় সাড়ে ৩শ হেক্টর জমির ফসল - যশোর নিউজ - Jessore News

Breaking

Post Top Ad


Post Top Ad

Responsive Ads Here

Tuesday, August 11, 2020

ভারতের পানিতে তলিয়ে গেছে শার্শায় সাড়ে ৩শ হেক্টর জমির ফসল


যশোরের শার্শা উপজেলার দক্ষিণাঞ্চল ভারতীয় ইছামতি নদীর উজানের পানিতে তলিয়ে গেছে। আউশ আমনসহ বিভিন্ন সবজি পানির নিচে ডুবে রয়েছে। অনেকের বাড়িতে পানি উঠতে শুরু করেছে।

স্থানীয়রা জানান, গত ক'দিন ধরে ভারতের ইছামতি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানি রুদ্রপুর খাল দিয়ে প্রবেশ করে শার্শার দক্ষিণাঞ্চলের মাঠ ঘাট ভাসিয়ে দিয়েছে। এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

দক্ষিণের কায়বা, গোগা, বাগআঁচড়া, উলশী ও পুটখালী ইউনিয়নের বিল অঞ্চল তলিয়ে ভেসে গেছে ডাঙা জমির ফসল।

রুদ্রপুর গ্রামের খালধার পাড়ার সিরাজুল ইসলাম জানান, প্রতিদিন আধা ফুট করে পানি বৃদ্ধি পাচ্ছে বিলে। ইছামতির পানি খাল দিয়ে ঢুকে পড়ছে শার্শায়। খালমুখে স্লুইজ গেট থাকলেও তা ক্রটিপূর্ণ। পানি আটকানোর ক্ষমতা নেই।

কায়বা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আনিছুর রহমান জানান, কায়বার ঠেঙামারী, আওয়ালী, গোমর, পান্তাপাড়া, ডেয়ো ও মহিষা বিলের আশপাশের সাড়ে ৩শ হেক্টর জমি এ বছর পানিতে তলিয়ে গেছে। এতে আউশ আমনসহ সবজি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here