যশোরের চৌগাছায় বিপুল হোসেনকে তুলে নিয়ে শ্বাসরোধে হত্যা ও বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার যশোরের মণিরামপুর ও চৌগাছা উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও আলামত উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোবাইল ফোন ও হাতুড়ি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- চৌগাছা উপজেলার হিজলী গ্রামের আবু শামা ও ফুলবানু বেগম দম্পতির ছেলে সবুজ হোসেন, ফুলবানু বেগম ও একই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মোহাম্মদ তুহিন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা পুলিশের কাছে স্বীকার করেছে, প্রবাসীর স্ত্রী ফুলবানু বেগমের সঙ্গে বিপুলের পরকীয়া সম্পর্কের বিষয়টি জানাজানি হয়। নিষেধ করলেও শোনেননি বিপুল হোসেন। এ জন্য বিপুলকে কৌশলে ডেকে নিয়ে হত্যা করেছে ফুলজানের ছেলে সবুজ হোসেন ও মেয়ের জামাই রফিকুল ইসলাম।