যশোরে করোনায় আক্রান্ত ১২৭জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। রোববার সকালে অফিসিয়ালি করোনায় মৃত্যুর কথা স্বীকার করেন যশোরের সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন। তিনি বলেন, শিল্পশহর নওয়াপাড়ার এক বৃদ্ধ খুলনার একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা যান। তবে তিনি ভর্তি হয়েছিলেন অন্যরোগে। সপ্তাহখানেক আগে সংগ্রহ করা তার নমুনা পরীক্ষার রিপোর্ট আসে শুক্রবার। পরদিনই তিনি মারা যান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, করোনা আক্রান্তের সংখ্যা ঈদের পরে যশোরে বাড়ছেই।