করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের সহযোগিতায় যশোর বেনাপোলে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিজিবি। বিদ্যানন্দ ফাউন্ডেশনের পাঠানো এসব খাদ্য সহায়তা বিজিবির মাধ্যমে বিতরণ করা হচ্ছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের শার্শা উপজেলা ও বেনাপোল পোর্ট থানার ৭টি বিওপি ক্যাম্প এলাকায় খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এক হাজার অসহায় মানুষ ত্রাণ হিসেবে পেয়েছেন চাল, ডাল, আটা ও লবন।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন খুলনা ২১ বিজিবির ডেপুটি রিজিওনাল কমান্ডার কর্নেল আমিরুল ইসলাম, ২১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মনজুর-ই-ইলাহি, টুআইসি মেজর সোহেল, এডি লিয়াকত হোসেন প্রমূখ।