যশোরে পাঁচ বছরের এক শিশুর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শিশুটির বাড়ি জেলার অভয়নগর উপজেলার পোড়াখালী গ্রামে। এর আগে তার দাদাও করোনায় আক্রান্ত হয়েছেন।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুর রহমান রিজভী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ৩ এপ্রিল শিশুটির ৭০ বছর বয়সী দাদার করোনা শনাক্ত হয়। এরপর ওই পরিবারের সদস্য ও তার সংস্পর্শে আসা দশজনের নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন দপ্তরের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে পাঠানো হয়। বুধবার পরীক্ষার প্রতিবেদনে পাওয়া গেছে। এতে ওই শিশুর করোনা শনাক্ত হয়।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারের সহযোগী পরিচালক প্রফেসর ইকবাল কবির জাহিদ জানান, মঙ্গলবার তাদের ল্যাবরেটরিতে যশোরের ১৩টি নমুনার পরীক্ষায় হয়। তার মধ্যে এই মেয়েশিশুটির পজেটিভ আসে।