যশোরে আরও ১১জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে। এর মধ্যে সাত জন চিকিৎসক এবং এক জন নার্স ও তিন জন স্বাস্থ্য কর্মী।
সোমবার করা এ পরীক্ষার ফল জানানো হয়েছে মঙ্গলবার সকালে।
যশোরের শেখ আবু শাহীন জানান, শনাক্ত চিকিৎসকদের মধ্যে একজন ছাড়া অন্যদের কোনো উপসর্গ ছিল না। যে চিকিৎসকের উপসর্গ ছিল তিনি একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারের প্রধান প্রফেসর ড.ইকবাল কবির জাহিদ জানান, যশোরের ৫৭টি নমুনা পরীক্ষা করে ১১টির করোনা শনাক্ত হয়েছে।
যশোর সিভিল সার্জন অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. রেহনেয়াজ জানান, ১১ জনের মধ্যে যশোর জেনারেল হাসপাতালের দুই জন চিকিৎসক, শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন চিকিৎসক, চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন চিকিৎসক, ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে এক জন চিকিৎসক ও দুই জন স্বাস্থ্যকর্মীসহ তিন জন।
এ তিন জনের মধ্যে হাসপাতালের একজন ল্যাব টেকনিশিয়ান, একজন নারী পরিছন্নতাকর্মী ও হাসপাতাল গেটের সামনের এক মুদি দোকানি। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে একজন নার্স।