টানা ৪৪ দিন পর স্বাস্থ্যবিধি মেনে যশোরে মার্কেট ও দোকানপাট খোলার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
রোববার থেকে প্রতিদিন সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত মার্কেট ও দোকানপাট খোলা থাকবে। শনিবার দুপুরে সার্কিট হাউসে জেলা প্রশাসনের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ জানিয়েছেন, ঈদ-উল-ফিতরকে সামনে রেখে সীমিত পরিসরে ব্যবসা-বাণিজ্য চালু রাখা হবে। তবে ক্রয়-বিক্রয়কালে পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মানতে হবে।
মার্কেটের প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। দোকানে আসা ক্রেতা-বিক্রেতা উভয়কে মাস্ক ও গ্লাভস পরা বাধ্যতামূলক করা হয়েছে। দোকানে ৩-৪ জনের বেশি উপস্থিতি থাকা যাবে না।
এ ছাড়াও শহরের বাসিন্দারা কেবল কেনাকাটা করতে পারবেন। অন্য উপজেলা থেকে কেউ শহরে এসে কেনাকাটা করতে পারবেন না। মার্কেটের ভেতরে জীবাণুমুক্ত রাখার জন্য স্ব-স্ব মার্কেট কর্তৃপক্ষকে উদ্যোগ নিতে হবে।
এ ছাড়া ফুটপাতে কোনো দোকান বসতে দেয়া হবে না। সামাজিক দূরত্ব মেনে সবাইকে ব্যবসা করতে হবে। না মানলে তার দোকান বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হবে।