করোনা আতঙ্কের মধ্যে যশোরে মার্কেট খোলার সিদ্ধান্ত - যশোর নিউজ - Jessore News

Breaking

Post Top Ad


Post Top Ad

Responsive Ads Here

Sunday, May 10, 2020

করোনা আতঙ্কের মধ্যে যশোরে মার্কেট খোলার সিদ্ধান্ত


টানা ৪৪ দিন পর স্বাস্থ্যবিধি মেনে যশোরে মার্কেট ও দোকানপাট খোলার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

রোববার থেকে প্রতিদিন সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত মার্কেট ও দোকানপাট খোলা থাকবে। শনিবার দুপুরে সার্কিট হাউসে জেলা প্রশাসনের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ জানিয়েছেন, ঈদ-উল-ফিতরকে সামনে রেখে সীমিত পরিসরে ব্যবসা-বাণিজ্য চালু রাখা হবে। তবে ক্রয়-বিক্রয়কালে পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মানতে হবে।

মার্কেটের প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। দোকানে আসা ক্রেতা-বিক্রেতা উভয়কে মাস্ক ও গ্লাভস পরা বাধ্যতামূলক করা হয়েছে। দোকানে ৩-৪ জনের বেশি উপস্থিতি থাকা যাবে না।

এ ছাড়াও শহরের বাসিন্দারা কেবল কেনাকাটা করতে পারবেন। অন্য উপজেলা থেকে কেউ শহরে এসে কেনাকাটা করতে পারবেন না। মার্কেটের ভেতরে জীবাণুমুক্ত রাখার জন্য স্ব-স্ব মার্কেট কর্তৃপক্ষকে উদ্যোগ নিতে হবে।

এ ছাড়া ফুটপাতে কোনো দোকান বসতে দেয়া হবে না। সামাজিক দূরত্ব মেনে সবাইকে ব্যবসা করতে হবে। না মানলে তার দোকান বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হবে।

Post Top Ad

Responsive Ads Here