সংক্রমণ রোধে যশোরে স্থাপিত করোনার নমুনা পরীক্ষার ল্যাব বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে বন্ধ করা হয়েছে। ওই ল্যাবে যাওয়া সব জেলার নমুনা খুলনা মেডিক্যাল কলেজের ল্যাবে প্রেরণ করা হচ্ছে।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশিদা সুলতানা এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'ওই ল্যাব ২-৩ দিন বন্ধ রাখা হয়েছে। সংক্রমণ রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ল্যাবটি বৃহস্পতিবার বন্ধ করা হয়েছে। সংক্রমণ রোধের প্রয়োজনীয় কাজ শেষে ল্যাবটি চালু করা হবে।'