চৌগাছায় ধানঝাড়া মেশিনচাপায় স্কুলছাত্র নিহত - যশোর নিউজ - Jessore News

Breaking

Post Top Ad


Post Top Ad

Responsive Ads Here

Tuesday, April 28, 2020

চৌগাছায় ধানঝাড়া মেশিনচাপায় স্কুলছাত্র নিহত

যশোরের চৌগাছা উপজেলায় স্থানীয়ভাবে তৈরি ধানঝাড়া মেশিনের নিচে চাপা পড়ে গতকাল সোমবার সন্ধ্যায় আব্দুল লতিফ (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

মৃত আব্দুল লতিফ উপজেলার সিংহঝুলি ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের  দক্ষিণপাড়ার হাদিউজ্জামানের ছেলে ও মুক্তারপুর আমজামতলা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

দশপাকিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোশারফ হোসেন দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হবে।’

পুলিশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য শওকাতুল ইসলাম রিপন জানান, নিহত আব্দুল লতিফ লেখাপড়ার পাশাপাশি গ্রামের একজনের ধানঝাড়া মেশিনে কাজ করতো। গতকাল সোমবার সন্ধ্যার দিকে মাঠে ধান ঝাড়ার কাজ শেষ করে চৌগাছা-ঝিকরগাছা সড়ক দিয়ে জাহাঙ্গীরপুর গ্রামে ধানঝাড়া মেশিন পাওয়ার টিলার দিয়ে টেনে বাড়ি নিয়ে যাচ্ছিল। নিজের বাড়ির প্রায় সামনে পৌঁছলে পাওয়ার টিলারটি একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে ধানঝাড়া মেশিনটি সড়কের পাশে উল্টে যায়। এ সময় ধানঝাড়া মেশিনের চালকের আসনে থাকা আব্দুল লতিফ মেশিনটির নিচে চাপা পড়ে মারা যায়।

Post Top Ad

Responsive Ads Here