যশোরে গত ২৪ ঘণ্টায় আরও নয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে যশোর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ জনে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৪১টি নমুনা পরীক্ষা করে এই নয়জনের শরীরের করোনা পাওয়া যায়।
ল্যাব ইনচার্জ ড. জাফর ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষা করে এখণ পর্যন্ত ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৪১ জনের নমুনা পরীক্ষা করে নয়জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।
এর মধ্যে যশোরের ৪১টি নমুনার মধ্যে ৯টি, ঝিনাইদহের ২০টি নমুনার মধ্যে ২টি, নড়াইলের ২২টি নমুনার মধ্যে ১টি নমুনায় কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। মাগুরার ১১টি ও চুয়াডাঙ্গার ১টি নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। ঝিনাইদহে এই প্রথম করোনা রোগী শনাক্ত হলো।
রাইজিংবিডি