যশোরে ত্রাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে করোনাভাইরাসের কারণে কাজ হারানো অসহায় নিম্ন আয়ের মানুষ।
সোমবার বেলা ১১টার দিকে যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধনের পর পৌরসভায় গিয়ে বিক্ষোভ করেন তারা।
বিক্ষোভকারীরা যশোর পৌরসভা ৭নং ওয়ার্ডের সিকদারপাড়া এলাকার বাসিন্দা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
বিক্ষোভকারীদের মধ্যে পপি খাতুন নামে একজন জানান, তার স্বামী রাজমিস্ত্রির কাজ করেন। প্রায় এক মাস ধরে কাজ বন্ধ। আট মাসের শিশু সন্তান নিয়ে খেয়ে না খেয়ে দিন পার করছেন তারা।
এখন পর্যন্ত কোনো ধরনের সাহায্য-সহযোগিতা পাননি জানিয়ে তিনি বলেন, বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন তারা।
শামসুদ্দিন নামে বিক্ষোভকারীদের অপর একজন বলেন, দীর্ঘদিন ধরে তারা কাজ করতে না থাকায় অসহায় হয়ে পড়েছেন তিনি। সরকারি-বেসরকারি যে সহযোগিতা দেয়া হচ্ছে তাও তারা পাচ্ছেন না। মুখ দেখে দেখে পরিচিতজনদের ত্রাণ দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, যশোর পৌরসভার মেয়র ও স্থানীয় কাউন্সিলরকে বিষয়টি জানানো হয়েছে।
‘পৌরসভার পক্ষ থেকে ত্রাণের ব্যবস্থা করা না হলে পুলিশ বাড়ি বাড়ি গিয়ে তাদের খাবার পৌঁছে দেবে। এজন্য বিক্ষোভকারীদের তালিকা করা হচ্ছে,’ যোগ করেন তিনি।