করোনাভাইরাসের করাল গ্রাসে দিশেহারা হয়ে পড়েছে মানুষ। ঘর থেকে বের হতে পারছেন খেটে খাওয়া মানুষ। কোথাও কাজ নেই, নেই জঠোর জ্বালা নিবারণের তেমন কোন ব্যবস্থা। সরকারি ও বেসরকারিভাবে যে ত্রান দেয়া হচ্ছে তাও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এমন মানবেতর পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে যশোর ক্যান্টনমেন্ট কলেজের ৯১ ব্যাচের বন্ধুরা। করোনার মহামারী পরিস্থিতি জন্য যশোর শহরে খেটে খাওয়া অভাবী দিনমজুরের মাঝে শুক্রবার যশোর পুলিশ প্রশাসনের সহযোগিতায় যশোর ক্যান্টনমেন্ট কলেজের ৯১ ব্যাচের অর্থায়নে ৩০০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ ছাড়াও বিভিন্ন পাড়া মহল্লায় যশোর ক্যান্টনমেন্ট কলেজের ৯১ ব্যাচের বন্ধুরা বাড়িতে বাড়িতে যেয়ে শুক্রবার সকাল থেকে অনেক পরিবারকে খাদ্য সামগ্রী পৌঁছে দেন।
Post Top Ad
Responsive Ads Here
Sunday, April 12, 2020
যশোর ক্যান্টনমেন্ট কলেজের ৯১ ব্যাচের অর্থায়নে ৩০০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ
Post Top Ad
Responsive Ads Here
যশোর নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে যশোরের সংবাদ এই স্লোগান নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০১০ সালে। বাংলাদেশের প্রথম জেলা ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। যশোর নিউজ থানা ভিত্তিক সংবাদ প্রকাশের পাশাপাশি জাতীয়, আন্তর্জাতিক, যশোর, প্রতিবেদন, শিক্ষা, বিনোদন, প্রযুক্তি, চাকরি, ভ্রমন ইত্যাদি বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করে থাকে।