যশোরের শার্শায় প্রথম করোনা রোগী শনাক্ত - যশোর নিউজ - Jessore News

Breaking

Post Top Ad


Post Top Ad

Responsive Ads Here

Thursday, April 23, 2020

যশোরের শার্শায় প্রথম করোনা রোগী শনাক্ত


যশোরের শার্শা উপজেলায় প্রথমবারের মতো করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

আক্রান্ত ওই ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এবং শার্শা সদরের কামারবাড়ী মোড়ের বাসিন্দা।

বুধবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও যশোরের সিভিল সার্জন ডা. শেখ মো. আবু শাহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কিছুদিন ধরে জ্বর-জ্বর অনুভব করলে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যবিপ্রব’র ল্যাবে পাঠানো হয়। আজ সকালে তার রিপোর্ট পজেটিভ আসে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইউসুফ আলী জানান, গতকাল পর্যন্ত মোট ৩৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিলো। আজ (বুধবার) সকালে তাদের প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে একজনের পজেটিভ আসা রোগীকে নিজ বাড়িতে একটি কক্ষে আইসোলেশনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

যবিপ্রবি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে যশোর জেলার চার জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here