নারায়ণগঞ্জ থেকে যশোর শহরের বেজপাড়া আনসার ক্যাম্প এলাকায় গিয়েছেন একটি পরিবারের তিন সদস্য। বর্তমানে তারা হোম কোয়ারেন্টিন মানছেন না বলে অভিযোগ উঠেছে। তাদের অবাধ চলাচলে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। এই অবস্থায় তারা লাঠি হাতে পাহারা বসিয়েছেন বাড়িটির সামনে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার বাসিন্দা জাহাঙ্গীর হোসেন (৪২), তার স্ত্রী কোহিনুর বেগম (৩৫) ও পরিবারের অপর একজনকে নিয়ে সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে নিজ বাড়িতে ফেরেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের হোম কোয়ারেন্টিন মেনে চলার নির্দেশ দেওয়া হয়।
কিন্তু, তারা নির্দেশ না মেনে অবাধে এলাকায় ঘোরাফেরা করছেন বলে স্থানীয়দের অভিযোগ। এতে, এলাকায় করোনাভাইরাস ছড়ানোর আশঙ্কা করছেন তারা। এই অবস্থায় এলাকার বাসিন্দারা লাঠি হাতে ওই বাড়ির সামনে পাহারা বসিয়েছেন।
স্থানীয় কমিউনিটি পুলিশিং কমিটির অফিস সহকারী মাস্টার তুহিন বলেন, ‘পরিবারটি হোম কোয়ারেন্টিন মানছে না শুনে আমি তাদের বাড়িতে যাই। গিয়ে দেখি তারা ঘরে আছেন। তবে, স্থানীয়রা তাদের বাড়ির সামনে লাঠি হাতে পাহারা দিচ্ছেন।’
যোগাযোগ করা হলে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ বলেন, ‘কিছুক্ষণ আগে আমিও খবর পেয়েছি পরিবারটি হোম কোয়ারেন্টিন মানছে না। আজ এজন্য সেখানে লোক পাঠিয়েছি। যদি তারা নির্দেশনা না মানে, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, এখন পর্যন্ত নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত অনেক সংখ্যক রোগী শনাক্ত হওয়ায় জেলাটি ইতোমধ্যে লকডাউন করা হয়েছে।