যশোরের ২ সাবেক চরমপন্থী সরকারী অনুদান পেলেন - যশোর নিউজ - Jessore News

Breaking

Post Top Ad


Post Top Ad

Responsive Ads Here

Thursday, April 30, 2020

যশোরের ২ সাবেক চরমপন্থী সরকারী অনুদান পেলেন


অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফেরা যশোরের সাবেক দুই চরমপন্থী সদস‌্যকে এক লাখ টাকা অনুদান দিয়েছে যশোর জেলা প্রশাসন। 

যশোর সার্কিট হাউজে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

গত ২০১৯ সালের ৯ এপ্রিল পাবনা শহীদ অ্যাডভোকেট আমির উদ্দিন স্টেডিয়ামে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে বিভিন্ন চরমপন্থী দলের ৩০৪ জন সদস্য আত্মসমর্পন করে স্বাভাবিক জীবনে ফিরে আসেন।

সে সময় সরকারের পক্ষ থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসাদের সার্বিক সহযোগিতা ও জীবন মান উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়। ওই ৩০৪ জনের মধ্যে যশোরের দুইজন ছিলেন।

বুধবার দুপুরে যশোর-৪ আসনের সংসদ সদস্য রনজিৎ কুমার রায় ৫০ হাজার টাকা করে দুইটি চেক দুইজনের হাতে তুলে দেন।

এ সময় জেলা প্রশাসক শফিউল আরিফ, পুলিশ সুপার আশরাফ উদ্দিনসহ প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here