যশোরে নকল হ্যান্ড স্যানিটাইজার কারখানা সিলগালা - যশোর নিউজ - Jessore News

Breaking

Post Top Ad


Post Top Ad

Responsive Ads Here

Saturday, April 11, 2020

যশোরে নকল হ্যান্ড স্যানিটাইজার কারখানা সিলগালা


ভ্রাম্যমাণ আদালত আজ দুপুরে যশোর শহরের একটি হ্যান্ড স্যানিটাইজার কারাখানা সিলগালা করে দিয়েছেন। একইসাথে ৭০০ বোতল নকল পণ্য ধ্বংস এবং প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। 

যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনসপেক্টর তুষার কুমার মন্ডল বলেন, আমাদের কাছে খবর ছিল- শহরের লোহাপট্টিতে তিষা ট্রেডিং কোং নামে একটি প্রতিষ্ঠানে নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে তা বাজারজাত করা হচ্ছে। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হকের নেতৃত্বে সেখানে আদালত পরিচালনা করা হয়। আদালত সেখান থেকে ৭০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার উদ্ধার করে তা ধ্বংস, প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার জরিমানা এবং সেটি সিলগালা করে দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক জানান, ওই প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যে বিএসটিআইয়ের অনুমোদন নেই, ট্রেড মার্ক এমন কী ট্রেড লাইসেন্স পর্যন্ত নাই। যা স্বাস্থ্য ও নাগরিক জীবনের জন্যে মারাত্মক ক্ষতিকর। আদালত প্রতিষ্ঠানটির মালিক মো. আলী জিন্নাহকে ২০০৯ সালের জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। প্রতিষ্ঠানটি সিলগালা এবং নকল মালামাল উদ্ধার করে তা ধবংসের নির্দেশ দেওয়া হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here