করোনা সংকটে চাকরিতে ছাঁটাই, বেতন পরিশোধ ও সুরক্ষা সরঞ্জামের দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের কর্মীরা।
শুক্রবার দুপুরে যশোর শহরের দড়াটনা হাসপাতাল মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে যশোরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অর্ধশতাধিক কর্মী অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, চিকিৎসকরা ক্লিনিকে না আসায় রোগীরা ফিরে যাচ্ছে। এ জন্য অধিকাংশ ক্লিনিক বন্ধ হয়ে গেছে। ক্লিনিক মালিকরা বিনা বেতনে ছুটি দিয়ে দিয়েছেন। আর যে সব ক্লিনিক খোলা আছে তার মালিকরা বেতন দিচ্ছেন না। ফলে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের।
এই পরিস্থিতিতে চাকরিতে ছাঁটাই বন্ধ, বেতন পরিশোধ ও সুরক্ষা সরঞ্জাম সরবরাহ করার জন্য ক্লিনিক মালিকদের নির্দেশনা দিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।