যশোরে করোনাভাইরাস শনাক্তের জন্য পরীক্ষাগার স্থাপন ও ঝুঁকিপূর্ণ রোগীদের জন্য আইসিইউ চালুর দাবিতে প্রতীকী মানববন্ধন হয়েছে। শনিবার দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)।
এসময় পার্টির নেতারা বলেন, ‘যশোর একটি সীমান্তবর্তী জেলা। এছাড়া স্থলবন্দর থাকায় এ জেলার মানুষ অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে। তাই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা যশোর মেডিকেল কলেজে জরুরিভিত্তিতে করোনা শনাক্তের পরীক্ষাগার ও ঝুঁকিপূর্ণ রোগীদের চিকিৎসার জন্য আইসিইউ চালুর দাবি জানাচ্ছি।’
মানববন্ধনে সিপিবি, ইউনাইটেড কমিউনিস্ট লীগ, বাসদ, বাসদ (মার্কসবাদী) নেতারাও অংশ নেন।