যশোর র্যাবের অভিযানে সাইবার অপরাধ এবং করোনা ভাইরাস ও সরকারি কার্যক্রম নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করায় মোস্তাফিজুর রহমান (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে যশোর সদর উপজেলার বালিয়াঘাটা লাউখালী মোজাফ্ফর হোসেনের বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৬ এর কর্মকর্তা লে. এম সারোয়ার হুসাইন এবং এএসপি সোহেল পারভেজ। গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান ওই এলাকার মোজাফ্ফরের ছেলে। তার কাছ থেকে ব্যবহৃত একটি মোবাইল ফোন সেট, সিম এবং মেমোরি কার্ড জব্দ করা হয়। কোতয়ালী থানায় তার নামে মামলা প্রক্রিয়াধীন।
ছবিঃ বিডি নিউজ ২৪