ত্রাণের দাবিতে যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ঋষি (মুচি) সম্প্রদায়ের লোকেরা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী যশোর-খুলনা মহাসড়কের নরেন্দ্রপুর চাউলিয়া গেট নামক স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে দুই শতাধিক মানুষ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও যশোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
যশোর সদর উপজেলার ১৪ নম্বর নরেন্দ্রপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চাউলিয়া গ্রামে প্রায় ২০০ পরিবার ঋষি (মুচি) সম্প্রদায়ের লোক বসবাস করে। এদের অধিকাংশ গরীব ও অসহায়। করোনা ভাইরাস প্রাদুর্ভাব প্রতিরোধে সরকারি নির্দেশ মেনে ঘরে থাকার কারণে তারা বর্তমানে চরম খাদ্য সংকটে পড়েছেন।
তাদের দাবি, এখন পর্যন্ত তারা কোনো সরকারি সহযোগিতা পাননি। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য জানান, এই সম্প্রদায়ের ২৩টি পরিবারকে আমরা ত্রাণ দিয়েছি। তবে পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ না থাকায় সবাইকে ত্রাণ দেয়া সম্ভব হচ্ছে না।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও যশোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে ত্রাণ দেয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ উঠিয়ে নেয়।