মনিরুল ইসলাম, রায়পুর, বাঘারপাড়া থেকেঃ যশোরের অন্যতম বড় বিল জলেশ্বর। এখানে হাজার হাজার বিঘা জমিতে ধান চাষ করা হয়েছে। বিলের রায়পুর ইউনিয়ন ও ইছালী ইউনিয়নের নিম্নাংশে চাষ করা পাকা ধান এখন অবিরত বর্ষার পানিতে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে এবং আংশিক তলিয়েও গেছে। এই বিলের নিম্নাংশের পানির চাপ উপরি ভাগেও পড়েছে। করোনা পরিস্থিতি ও পাকা ফসলের করুন পরিস্থিতির জন্য অসহায় কৃষকের মনে এক বিরাট চাপা কান্নার সৃষ্টি হয়েছে। জলেশ্বর বিলের একটি বড় অংশ পার্শ্ববর্তী দেয়াড়া, কয়ালখালী, কৃষ্ণনগর, জয়নগর, কামারগন্না, জলকর ও শুড়া গ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থিত। বিলের উল্লেখিত অংশের পূর্ব পাশ দিয়ে বয়ে চলেছে একটি খাল। সেই খালই হয়েছে এখন গলার কাটা। খাল খননের ফলে খালের বিশাল উঁচু পাড় তৈরি হওয়ায় বিলের ধানের জমির পানি নিষ্কাশনের জন্য বেশি খোলা পথ পাচ্ছে না। আগে খালের গভীরতা না থাকলেও খালের কোন পাড় না থাকাই সহজে বৃষ্টির পানি খালে ও বিলের আবাদহীন খালি জায়গার সাথে মিশে একটা ভারসাম্য তৈরি হতো। এখন আর সেই পরিস্থিতি নেই। বিলের মাঝে আরেকটি বড় সমস্যা হলো যেখানে সেখানে ব্যক্তি মালিকানায় সম্পূর্ণ অপরিকল্পিতভাবে ঘের তৈরি করে মাছ চাষ করা। এ সমস্ত ঘের পানি নিষ্কাশনের জন্য বড় ধরনের বাধা। এক দিকে করোনা আর অন্য দিকে বিরুপ আবহাওয়া এই দুটোই অর্থনৈতিক ক্ষতির বড় কারন। এখন প্রয়োজন যথাযথ উদ্যমী কর্তৃপক্ষের কার্যকারী পদক্ষেপ তবেই হয়ত রক্ষা পেতে পারে বিলের ধান এবং সেই ধান করোনা পরবর্তী খাদ্য সংকট কালে হবে অনাহারীর আহার।
Post Top Ad
Responsive Ads Here
Monday, April 27, 2020
Home
কৃষি
প্রতিবেদন
বাঘারপাড়া
যশোর
বাঘারপাড়ায় ফসলে ভরা বিল পানির নিচে তলিয়ে যাচ্ছে, ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা
বাঘারপাড়ায় ফসলে ভরা বিল পানির নিচে তলিয়ে যাচ্ছে, ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা
Post Top Ad
Responsive Ads Here
যশোর নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে যশোরের সংবাদ এই স্লোগান নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০১০ সালে। বাংলাদেশের প্রথম জেলা ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। যশোর নিউজ থানা ভিত্তিক সংবাদ প্রকাশের পাশাপাশি জাতীয়, আন্তর্জাতিক, যশোর, প্রতিবেদন, শিক্ষা, বিনোদন, প্রযুক্তি, চাকরি, ভ্রমন ইত্যাদি বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করে থাকে।