যশোরে এক সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ পত্রিকার সাবএডিটর।
মঙ্গলবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) যশোর জেলার ৬৫টি নমুনা পরীক্ষায় ১১ জন শনাক্ত হয়েছে। এর মধ্যে ওই সাংবাদিক রয়েছেন।
বুধবার সকালে এই তথ্য প্রকাশ করা হয়। যশোর জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৫ জন।
জানা যায়, চারদিন আগে ওই সাংবাদিককে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়। সেখান থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যবিপ্রবি ল্যাবে পাঠানো হয়।
লোকসমাজের বার্তা সম্পাদক শিকদার খালিদ বলেন, আক্রান্ত ওই সাংবাদিক অনেকদিন ধরেই হার্টের সমস্যায় ভুগছিলেন। ১৩ দিন আগে তিনি যশোর জেনারেল হাসপাতালের করোনারী কেয়ার ইউনিটে ভর্তি হন। পরের দিন তিনি বাড়িতে চলে যান। চারদিন আগে সর্দি-জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন।
তিনি বলেন, ওইদিন থেকে তাকেও ছুটি দেয়া হয়েছে। তার মাধ্যমে অফিসে সংক্রমণ হওয়ার শঙ্কা নেই। তারপরও স্বাস্থ্য বিভাগের সঙ্গে আলোচনা করে প্রত্যেকের নমুনা পরীক্ষার উদ্যোগ নিব।