যশোরে স্কুলশিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার - যশোর নিউজ - Jessore News

Breaking

Post Top Ad


Post Top Ad

Responsive Ads Here

Wednesday, April 22, 2020

যশোরে স্কুলশিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার


যশোরের মনিরামপুর উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামে নিজ বাসা থেকে মঙ্গলবার রাতে এক স্কুলশিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মৃত আসমা খাতুন (৩০) নারিকেলবাড়িয়া বেসরকারি রেজিষ্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এবং উপজেলা দূর্বাডাঙ্গা ইউনিয়নের নারিকেলবাড়িয়া গ্রামের ঘের ব্যবসায়ী রফিকুল ইসলামের স্ত্রী। তাদের সাত বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শিকদার মতিয়ার রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার রাতে নিজ ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, এ ঘটনায় আপাতত একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। লাশের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Post Top Ad

Responsive Ads Here