যশোরে আরও এক ছাত্রের করোনাভাইরাস শনাক্ত - যশোর নিউজ - Jessore News

Breaking

Post Top Ad


Post Top Ad

Responsive Ads Here

Tuesday, April 28, 2020

যশোরে আরও এক ছাত্রের করোনাভাইরাস শনাক্ত


যশোরের বাঘারপাড়া উপজেলায় খুলনা বিএল বিশ্ববিদ্যালয় কলেজের এক ছাত্রের করোনাভাইরাস ধরা পড়েছে।

তিনি পৌরসভার মহিরণ স্বর্ণপট্টি এলাকার বাসিন্দা। তিনি গত ২১ মার্চ থেকে বাড়িতে অবস্থান করছিলেন। তার বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

এর আগে, গত ২৬ এপ্রিল উপজেলার পশ্চিমা গ্রামের বাসিন্দা ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।

নতুন আক্রান্ত হওয়া যুবক প্রসঙ্গে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, গত ২৫ এপ্রিল জ্বর, সর্দি ও কাশি নিয়ে হাসপাতালে যান ওই যুবক। পরে ২৬ এপ্রিল তার নমুনাসহ আরও চারটি নমুনা পরীক্ষা করতে পাঠানো হয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। মঙ্গলবার সকালে পাওয়া পরীক্ষার প্রতিবেদন অনুযায়ী, শুধু ওই যুবকের নমুনা করোনা পজেটিভ পাওয়া গেছে।

তাকে বাড়িতেই চিকিৎসা দেয়া হবে। তার পরিবারের বাকি সদস্যদের নমুনা পরীক্ষা করারও নির্দেশ দেয়া হয়েছে বলে জানান শরিফুল ইসলাম।

Post Top Ad

Responsive Ads Here