আজ থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনা শনাক্তকরণ পরীক্ষা শুরু - যশোর নিউজ - Jessore News

Breaking

Post Top Ad


Post Top Ad

Responsive Ads Here

Friday, April 17, 2020

আজ থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনা শনাক্তকরণ পরীক্ষা শুরু

ছবি ও সংবাদ ঃ বাংলা ট্রিবিউন 
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে ১৩টি নমুনা পরীক্ষার মশ্য দিয়ে এ কাজ শুরু হয়েছে। সন্ধ্যায় এ পরীক্ষার ফল দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারের সহযোগী পরিচালক প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ জানান, দেশের এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারের অনুমোদন সাপেক্ষে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার কাজ আজ থেকে শুরু করেছে। যশোরের সিভিল সার্জন আজ ১৩ নমুনা দিয়েছেন। সেই নমুনা দিয়ে দুপুর ১২টার পর পরীক্ষার কাজ শুরু করা হয়েছে। সন্ধ্যা নাগাদ রিপোর্ট সিভিল সার্জনে জানানো হবে। এখন থেকে এ পরীক্ষা অব্যাহত থাকবে। 
বিশ্ববিদ্যালয়ের এ সেন্টারে প্রতিদিন কমপক্ষে ২০০ নমুনা পরীক্ষা করা সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Post Top Ad

Responsive Ads Here