যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু - যশোর নিউজ - Jessore News

Breaking

Post Top Ad


Post Top Ad

Responsive Ads Here

Tuesday, April 21, 2020

যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু


যশোরের মণিরামপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ছাড়া, আহত হয়েছেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী।

গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চণ্ডিপুর গ্রামে এই ঘটনা ঘটে।

সাইফুল ওই গ্রামের মৃত জিনায়েত উল্লাহর ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মাহাবুবুর রহমান বলেন, ‘বিদ্যুৎচালিত মেশিনের সুইচ দিয়ে বোরো ধান ঝাড়ার পরিকল্পনা করছিলেন সাইফুল ও তার স্ত্রী মুরশিদা। সেসময় মেশিনটি বিদ্যুতায়িত হয়ে গেলে গুরুতর আহত হন এই দম্পতি। তাদের উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন।’

মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘হাসপাতালে আনার আগেই সাইফুলের মৃত্যু হয়েছে। তার স্ত্রী মুরশিদা আশঙ্কামুক্ত। তিনি বাড়ি ফিরেছেন।’

Post Top Ad

Responsive Ads Here