যশোরে লকডাউনের মধ্যেই ত্রাণের দাবিতে রাস্তায় বিক্ষোভ - যশোর নিউজ - Jessore News

Breaking

Post Top Ad


Post Top Ad

Responsive Ads Here

Tuesday, April 28, 2020

যশোরে লকডাউনের মধ্যেই ত্রাণের দাবিতে রাস্তায় বিক্ষোভ

যশোরে লকডাউনের মধ্যেই ত্রাণের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন নারী, শিশুসহ কয়েকশ মানুষ।

মঙ্গলবার সকালে যশোর-ঢাকা ভায়া মাগুরা মহাসড়কের দুই জায়গায় অবস্থান নেন তারা।

রাস্তায় অবস্থান নেয়া মানুষের অভিযোগ, এক মাসেরও বেশি সময় তারা ঘরবন্দী। কোনো কাজ-কর্ম নেই। অথচ তারা এখন পর্যন্ত সরকারি- বেসরকারি কোনো সহায়তা পাননি। বাচ্চা-কাচ্চা নিয়ে অর্ধাহারে-অনাহারে দিন কাটছে তাদের।

বিক্ষোভে ভূমিকা রাখা স্থানীয় এক নারী বলেন, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যানের কাছে তারা খাদ্য সহায়তা চেয়েছিলেন। কিন্তু তাদের নিরাশ হতে হয়েছে। স্থানীয় ইউপি মেম্বারও জানিয়ে দিয়েছেন, তার কাছে যে ত্রাণ এসেছিল, তা বণ্টন করা হয়ে গেছে। উপায়ান্তর না পেয়ে তারা রাস্তায় নামেন বলে দাবি করেন তিনি।

খবর পেয়ে সেনা ও পুলিশ সদস্যরা বিক্ষোভস্থলে হাজির হন।

এসময় রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) কেএম আবু নওশাদ মাইকে ঘোষণা দেন, দ্রুতই তাদের তালিকা তৈরি করে খাদ্য সহায়তার উদ্যোগ নেয়া হবে। এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

ম্যাজিস্ট্রেট, সেনা ও পুলিশ কর্মকর্তাদের বক্তব্যে আশ্বস্ত হয়ে প্রায় আড়াই ঘণ্টা পর মহাসড়ক ছেড়ে দেন বিক্ষোভকারীরা।

Post Top Ad

Responsive Ads Here