এবার যশোরে প্রবেশ ও বাহিরে বিধিনিষেধ আরোপ - যশোর নিউজ - Jessore News

Breaking

Post Top Ad


Post Top Ad

Responsive Ads Here

Wednesday, April 8, 2020

এবার যশোরে প্রবেশ ও বাহিরে বিধিনিষেধ আরোপ


এবার যশোর জেলাতেও প্রবেশের ব্যাপারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দেশের অন্য জেলা থেকে যশোরে প্রবেশের ক্ষেত্রে এ বিধিনিষেধ দিয়েছে জেলা প্রশাসন। ফলে বাইরে থেকে লোকজনকে যশোরে ঢুকতে দেয়া হবে না। একইসঙ্গে যশোর জেলা থেকে আরেক জেলায় যাওয়া-আসাও করা যাবে না। তবে জরুরি কাজে যশোরে প্রবেশ করলে জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী অফিসারের কন্ট্রোল রুমে ফোন করে জানাতে হবে।

(৮ এপ্রিল) বুধবার মধ্যরাতে জেলা প্রশাসক মুহাম্মদ শফিউল আরিফ তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যশোরবাসীর প্রতি এ ঘোষণা দেন।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ তার ফেসবুকে লিখেছেন, অন্য জেলার বাহির থেকে লোকজনকে ঢুকতে দেয়ার ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করতে হবে। যে যেখানে আছেন সেখানে অবস্থান করবেন। কোথাও সমবেত হতে পারবেন না। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। কেউ অন্য জেলা থেকে এসে তথ্য গোপন করে ঘোরাফেরা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেয়া হবে।

এ সময় তিনি সাধারণ জনগণের উদ্দেশে বলেন, আপনারা তথ্য যাচাই করে ইউএনও/কন্ট্রোল রুমে ফোন করবেন। জেলা কন্ট্রোল রুমের ফোন নম্বর- ০১৩১৮-২৫২৯২৫, ০১৩১৮-২৫২৯৫০, ০৪২১-৭১০০০, ০৪২১-৭১০০১। 

এ বিষয়ে যশোর জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ বলেন, দেশে করোনা মহামারি আকার ধারণ করতে যাচ্ছে। স্বাস্থ্য সুরক্ষা এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। সামাজিক দূরত্ব বজায় রাখতে কঠোরতা অবলম্বন করতে হচ্ছে। ৮ এপ্রিল থেকে করোনা ভাইরাস দেশে স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই বিধিনিষেধ থাকবে। এ ব্যাপারে উক্ত ব্যক্তির আত্মীয়-স্বজন/প্রতিবেশীরা সচেষ্ট ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছি।

Post Top Ad

Responsive Ads Here