যশোরে শতাধিক দরিদ্র পরিবারকে বিনামূল্যে মাস্ক দিলেন দর্জি সাইফুল - যশোর নিউজ - Jessore News

Breaking

Post Top Ad


Post Top Ad

Responsive Ads Here

Wednesday, April 15, 2020

যশোরে শতাধিক দরিদ্র পরিবারকে বিনামূল্যে মাস্ক দিলেন দর্জি সাইফুল


যশোর শহরের পুরাতন কসবা পালবাড়ি গাজীরঘাট রোডের শতাধিক দরিদ্র পরিবারের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছেন সাইফুল ইসলাম নামে এক দর্জি।

গত দু’দিন ধরে নিজের তৈরি এসব মাস্ক বিনামূল্যে বিতরণ করেন তিনি। সেইসাথে বিতরণের জন্যে আরও মাস্ক তৈরি করছেন বলেও জানিয়েছেন তিনি। এদিকে, বিনামূল্যে মাস্ক পেয়ে খুশি স্থানীয় দরিদ্র মানুষ।

দর্জি সাইফুল ইসলাম জানান, দরিদ্র হলেও যতটুকু সামর্থ্য আছে তা দিয়েই তিনি করোনা মহামারি রোধে অংশ নেওয়ার চেষ্টা করছেন।

বিনামূল্যে অনেকের মাঝে মাস্ক বিতরণ করতে পেরে তার ভালো লাগছে জানিয়ে তিনি জানান, মানুষের পোশাক তৈরির পর যতটুকু কাপড় অতিরিক্ত থাকছে তাই দিয়ে মাস্ক বানিয়ে বিনামূল্যে বিতরণ করছেন।

দর্জি কাজের সামান্য আয়ে স্ত্রী ও তিন সন্তান নিয়ে কষ্টের মধ্যে জীবনযাপন করেন তিনি।

এলাকার জনপ্রতিনিধিরা একাধিকবার জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো খাদ্য সহায়তা পাননি বলে জানান সাইফুল।

এব্যাপারে প্রশাসন ও সমাজের বিত্তবানদের কাছেও সহযোগিতা কামনা করেন তিনি।

Post Top Ad

Responsive Ads Here