যশোরে রেশন কার্ড পাচ্ছে ১৬,৮০০ পরিবার, পণ্য উত্তোলন শুরু - যশোর নিউজ - Jessore News

Breaking

Post Top Ad


Post Top Ad

Responsive Ads Here

Friday, April 24, 2020

যশোরে রেশন কার্ড পাচ্ছে ১৬,৮০০ পরিবার, পণ্য উত্তোলন শুরু


করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় যশোরের আট পৌরসভার ১৬ হাজার ৮০০ পরিবার রেশন কার্ড পাচ্ছে। এ কার্ডে একটি পরিবার মাসে দুবার ১০ টাকা মূল্যের ২০ কেজি চাল কিনতে পারবে।

সরকারের চলমান বিসিএফ ও ভিজিডি কার্ডপ্রাপ্তদের বাইরে নতুন এ পরিবারগুলো কার্ড পাবে। কার্ডের নাম দেয়া হয়েছে রেশন কার্ড।

এর মধ্যে যশোর পৌরসভায় ৬ হাজার পরিবার কিনতে পারবে ১২০ মেট্রিক টন চাল। কেশবপুর, মনিরামপুর, নওয়াপাড়া ও বেনাপোল পৌরসভার ৭ হাজার ২০০ পরিবার কিনতে পারবে ১৪৪ মেট্রিকটন চাল। চৌগাছা, ঝিকরগাছা ও বাঘারপাড়া পৌরসভায় ৩ হাজার ৬০০ পরিবার কিনতে পারবে ৭২ মেট্রিকটন চাল। যশোর পৌরসভায় চারটি স্পটে চাল বিক্রি করা হবে।

যশোর পৌর সচিব আজমল হোসেন জানান, পৌর এলাকায় যারা রেশন কার্ড পাওয়ার যোগ্য তাদেরই কার্ড দেয়া হয়েছে। ইতোমধ্যে কার্ড বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার কার্ড দিয়ে অনেকেই পণ্য কিনেছেন বলে তারা জানতে পেরেছেন।

জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা লিয়াকত আলী জানান, কোনো ডিলার চাল বিক্রিতে ওজনে কম দিলে বা অনিয়ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Post Top Ad

Responsive Ads Here