যশোরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় যশোরে আরও ১১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে যশোরে রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৫-এ।
মঙ্গলবার চার জেলার ১১৩ জনের নমুনা পরীক্ষা শেষে বুধবার সকালে এই ফলাফল প্রকাশ করা হয়। তবে এদিন যশোরে নতুন রোগীর সন্ধান মিললেও অন্যজেলায় নতুন কোনো কোভিড-১৯ পজিটিভ রোগী পাওয়া যায়নি।
পরীক্ষা দলের সদস্য যবিপ্রবি’র এনএফটি বিভাগের চেয়ারপারসন ড. শিরিন নিগারের বরাত দিয়ে যবিপ্রবি জনসংযোগ কর্মকর্তা আব্দুর রশিদ জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে মঙ্গলবার ১১তম দিনে চার জেলার ১১৩ জনের নমুনা পরীক্ষা করে ১১ জন কোভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। পজিটিভ সবাই যশোর জেলার। যশোর থেকে এদিন ৬৫টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এছাড়া ঝিনাইদহ থেকে ৩৩টি, নড়াইল থেকে ৬টি ও মাগুরা থেকে ৯টি নমুনা পাঠানো হলেও সেখান থেকে কোনো নতুন রোগী শনাক্ত হয়নি।
এর আগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে সোমবার ১০ম দিনে তিন জেলার ৭২ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জন কোভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয়। রবিবার ৯ম দিনে চার জেলার ৭৮ জনের নমুনা পরীক্ষা করে ১১ জন কোভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয়।
শনিবার ৮ম দিনে চার জেলার ৬৬জনের নমুনা পরীক্ষা করে ২৭ জন কোভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয়। শুক্রবার ৭ম দিনের নমুনা পরীক্ষায় ১২ জন কোভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয়। এদিন ৫ জেলা থেকে ৯৫টি নমুনা পাঠানো হয়েছিল।
বুধবার ৬ষ্ঠ দিনের নমুনা পরীক্ষায় ১২ জন কোভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয়। এদিন ৭ জেলা থেকে ৮৪টি নমুনা পাঠানো হয়েছিল। আর মঙ্গলবার ৫ম দিনে যবিপ্রবি ল্যাবে নমুন পরীক্ষায় ১৩ জন কোডিভ-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয়।