যশোরে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা, খুলনা বিভাগে সর্বোচ্চ - যশোর নিউজ - Jessore News

Breaking

Post Top Ad


Post Top Ad

Responsive Ads Here

Wednesday, April 29, 2020

যশোরে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা, খুলনা বিভাগে সর্বোচ্চ


যশোরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় যশোরে আরও ১১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে যশোরে রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৫-এ।

মঙ্গলবার চার জেলার ১১৩ জনের নমুনা পরীক্ষা শেষে বুধবার সকালে এই ফলাফল প্রকাশ করা হয়। তবে এদিন যশোরে নতুন রোগীর সন্ধান মিললেও অন্যজেলায় নতুন কোনো কোভিড-১৯ পজিটিভ রোগী পাওয়া যায়নি।

পরীক্ষা দলের সদস্য যবিপ্রবি’র এনএফটি বিভাগের চেয়ারপারসন ড. শিরিন নিগারের বরাত দিয়ে যবিপ্রবি জনসংযোগ কর্মকর্তা আব্দুর রশিদ জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে মঙ্গলবার ১১তম দিনে চার জেলার ১১৩ জনের নমুনা পরীক্ষা করে ১১ জন কোভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। পজিটিভ সবাই যশোর জেলার। যশোর থেকে এদিন ৬৫টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এছাড়া ঝিনাইদহ থেকে ৩৩টি, নড়াইল থেকে ৬টি ও মাগুরা থেকে ৯টি নমুনা পাঠানো হলেও সেখান থেকে কোনো নতুন রোগী শনাক্ত হয়নি।

এর আগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে সোমবার ১০ম দিনে তিন জেলার ৭২ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জন কোভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয়। রবিবার ৯ম দিনে চার জেলার ৭৮ জনের নমুনা পরীক্ষা করে ১১ জন কোভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয়।

শনিবার ৮ম দিনে চার জেলার ৬৬জনের নমুনা পরীক্ষা করে ২৭ জন কোভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয়। শুক্রবার ৭ম দিনের নমুনা পরীক্ষায় ১২ জন কোভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয়। এদিন ৫ জেলা থেকে ৯৫টি নমুনা পাঠানো হয়েছিল।

বুধবার ৬ষ্ঠ দিনের নমুনা পরীক্ষায় ১২ জন কোভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয়। এদিন ৭ জেলা থেকে ৮৪টি নমুনা পাঠানো হয়েছিল। আর মঙ্গলবার ৫ম দিনে যবিপ্রবি ল্যাবে নমুন পরীক্ষায় ১৩ জন কোডিভ-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয়।

Post Top Ad

Responsive Ads Here