যশোরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার - যশোর নিউজ - Jessore News

Breaking

Post Top Ad


Post Top Ad

Responsive Ads Here

Monday, April 13, 2020

যশোরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার


চৌগাছা উপজেলার বুড়িন্দিয়া গ্রাম থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত নার্গিস খাতুন (২৩) ওই এলাকার মিঠু হোসেনের স্ত্রী ও একই উপজেলার  বল্লভপুর গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে।

সোমবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত লাশ ময়নাতদন্তের জন্য মর্গেই ছিল।

এর আগে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশে সংবাদ দিলে বিকাল ৫টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এ  ঘটনায় থানায়  অপমৃত্যুর মামলা হয়েছে।

তবে,সিদ্দিকুর রহমানের অভিযোগ যে তার মেয়েকে হত্যা করে ঘরের আড়ায় ঝুলিয়ে রাখা হয়। আগের দিনও তাদের পারিবারিক কলহ হয়েছিল।

কিন্তু শ্বশুর মিজানুর রহমানের  ভাষ্য, ‘ওর পেটব্যথার রোগ ছিল। আমি অনেক ওষুধ খাইয়েছি, সারেনি। সে জন্যই আত্মহত্যা করেছে।'

দশপাকিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মোশারফ হোসেন বলেন, ‘ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া কিছুই বলা যাচ্ছে না।’

Post Top Ad

Responsive Ads Here