যশোরে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত, পেশায় স্বাস্থ্যকর্মী - যশোর নিউজ - Jessore News

Breaking

Post Top Ad


Post Top Ad

Responsive Ads Here

Sunday, April 12, 2020

যশোরে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত, পেশায় স্বাস্থ্যকর্মী




যশোরের মণিরামপুর উপজেলায় এক স্বাস্থ্যকর্মীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শুভ্রারানি দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে যশোর বক্ষব্যাধি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে । 
শুভ্রারানী দেবনাথ বলেন, “মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সন্দেহভাজন ১১ জনের নমুনা সংগ্রহ করে খুলনায় পাঠানো হয়েছিল। তার মধ্যে একজনের রিপোর্ট পজেটিভ এসেছে। তিনি আমাদের স্বাস্থ্যকর্মী। বর্তমানে তিনি তার শ্বশুরবাড়িতে রয়েছেন। তিনি যে যে স্থানে ছিলেন, সেইসব জায়গা শনাক্ত করা হচ্ছে। এরপর সেইসব এলাকা লকডাউনের ব্যবস্থা করা হবে।”  

ডা. শুভ্রা আরও বলেন, “যশোর থেকে অ্যাম্বুলেন্স আসছে। তাকে যশোর বক্ষব্যাধি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে।”  

এ বিষয়ের যশোরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শফিউল আরিফ জানান, “যশোরের সিভিল সার্জন বিষয়টি আমাকে অবহিত করেছেন। উপজেলা প্রশাসনের লোকজন সেখানে গিয়েছেন। তাকে পৃথকীকরণ এবং তার সঙ্গে সংস্পর্শে আসা লোকজনকে শনাক্তের কাজ শুরু হয়েছে।”

Post Top Ad

Responsive Ads Here