করোনা সন্দেহে যশোরে একই পরিবারের ৩ সদস্য আইসোলেশনে - যশোর নিউজ - Jessore News

Breaking

Post Top Ad


Post Top Ad

Responsive Ads Here

Wednesday, April 1, 2020

করোনা সন্দেহে যশোরে একই পরিবারের ৩ সদস্য আইসোলেশনে


করোনাভাইরাসের অন্যতম উপসর্গ জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত হওয়ায় যশোরের কেশবপুরে একই পরিবারের তিন সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে এবং পরিবারের গৃহকর্তার শরীর থেকে নমুনা নিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

জানা যায়, উপজেলার এক ব্যক্তিকে জ্বর, সর্দি-কাশিজনিত কারণে সোমবার হাসপাতালে ভর্তি করা হয়। একই সময় তার ছেলেকেও ভর্তি করা হয়। পরের দিন মঙ্গলবার ওই ব্যক্তির স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হলে এলাকায় করোনা আতংক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। নমুনা সংগ্রহ করেন ওই ইনস্টিটিউটের টেকনোলজিস্ট লিটন হালদার।

কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ‘তিনজনকে আইসোলেশনে রেখে চিকিৎসা করানো হচ্ছে। আইইডিসিআরের টেকনোলজিস্ট নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন। ৪৮ ঘণ্টা পর এ রিপোর্ট পাওয়া যাবে।’ সূত্র : ইউএনবি

Post Top Ad

Responsive Ads Here