যশোরে সামাজিক দূরত্ব মেনে বসছে ব্যতিক্রমী হাট - যশোর নিউজ - Jessore News

Breaking

Post Top Ad


Post Top Ad

Responsive Ads Here

Thursday, April 9, 2020

যশোরে সামাজিক দূরত্ব মেনে বসছে ব্যতিক্রমী হাট


করোনাভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব মেনে হাট বসানোর উদ্যোগ নিয়েছে যশোরের মণিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়ন পরিষদ। স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মশিয়াহাটি ডিগ্রি কলেজ মাঠে হাট স্থানান্তর করা হয়েছে।

আজ বৃহস্পতিবার কুলটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখর চন্দ্র রায়  বলেন, ‘দেশের প্রতিটি হাট-বাজারে যদি সামাজিক দূরত্ব নিশ্চিত করা যায়, তাহলে সংক্রমণের হার কমানো যাবে— এমন ভাবনা থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগে প্রতি শুক্রবার ও সোমবার বাজারের পাশেই হাট বসতো। এখন বাজার বন্ধ আছে। প্রতিটি পরিবারেই নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দরকার হয়। যে কারণে হাট বসানোর অনুমতি দেওয়া হয়েছে। আগের মতোই সপ্তাহে দুই দিন হাট বসছে।’

‘সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আমরা মশিয়াহাটি ডিগ্রি কলেজ মাঠে হাট স্থানান্তর করেছি। প্রতিটি সারি মধ্যে ১৫ ফুট জায়গা রাখা হয়েছে। এ ছাড়া, দোকানগুলোও নিরাপদ দূরত্বে বসানো হয়েছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বারবার ঘোষণা দেওয়া হচ্ছে সবাই যেন দ্রুত কেনাকাটা শেষ করে হাট ত্যাগ করেন’— বলেন শেখর চন্দ্র রায়।

Post Top Ad

Responsive Ads Here