যশোরের বেনাপোল সীমান্তে ১২ লাখ ডলারসহ জসিম উদ্দিন নামে এক হুন্ডিপাচারকারীকে আটক করেছে বিজিবি। শনিবার সকালে সীমান্তের ধান্যখোলার মাঠ স্থান থেকে তাকে আটক করা হয়।
আটক জসিম উদ্দিন বেনাপোলের বাহাদুর গ্রামের বাসিন্দা।
বিজিবির অধিনায়ক সেলিম রেজা জানান, ধান্যখোলা বিওপির হাবিলদার কবির হোসেনের নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালিয়ে জসিমকে আটক করা হয়। এসময় তার থেকে জব্দ ১২ লাখ ইউএস ডলারের সিজার মূল্য ১ কোটি ১ লাখ ৬০৪০০ টাকা বলে জানান তিনি।