ভারত থেকে এসে জ্বর-ঠান্ডায় শিক্ষকের মৃত্যু, এলাকায় আতঙ্ক - যশোর নিউজ - Jessore News

Breaking

Post Top Ad


Post Top Ad

Responsive Ads Here

Friday, March 20, 2020

ভারত থেকে এসে জ্বর-ঠান্ডায় শিক্ষকের মৃত্যু, এলাকায় আতঙ্ক

সদ্য ভারত থেকে ফিরে জ্বর-ঠান্ডায় আক্রান্ত হয়ে খুলনায় বিষ্ণুপদ বিশ্বাস (৫০) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ মার্চ) ঘটনাটি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে এলাকাজুড়ে করোনার আতঙ্কের সৃষ্টি হয়।

এর আগে বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত রাতে জেলার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী গ্রামের নিজ বাড়িতে ওই শিক্ষকের মৃত্যু হয়। নিহত বিষ্ণুপদ বিশ্বাস শিয়ালী গ্রামের মৃত পবন বিশ্বাসের ছেলে। তিনি শিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।

স্থানীয়রা জানান, শিয়ালী গ্রামের শিক্ষক বিষ্ণুপদ বিশ্বাসের পরিবার দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করে। কিছুদিন আগে তিনি পরিবারের সঙ্গে দেখা করার জন্য ভারতে যান। সম্প্রতি সেখান থেকে ফিরে আসার পর জ্বর-ঠান্ডায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

ওই শিক্ষকের ভাই মৃত্যুঞ্জয় বিশ্বাস দৈনিক অধিকারকে বলেন, ‘গত ৮ মার্চ ভারত থেকে নিজ বাড়িতে আসেন বিষ্ণুপদ বিশ্বাস। তার বড় ধরনের কোনো রোগ ছিল না। আসার পর শুধু জ্বর-ঠান্ডা ছিল। গত রাতে হঠাৎ মারা যান তিনি।’

বিষয়টি নিয়ে বর্তমানে এলাকাবাসীদের মধ্যে করোনার আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Post Top Ad

Responsive Ads Here