যশোরে শহরতলীর মুড়লি এলাকায় রেললাইনের ওপর থেকে শাহাবুদ্দিন নামে নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে ফাঁড়ির পুলিশ।
বহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত শাহাবুদ্দিন সদর উপজেলার কচুয়া গ্রামের হাসান মোল্যার ছেলে।
রেলওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর থেকে লাশটি রেললাইনে পড়ে ছিল। স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে সকাল সাড়ে নয়টার দিকে লাশটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
যশোর রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) তরিকুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহত ব্যক্তি রেল দুর্ঘটনায় মারা গেছেন না অন্য কোনো কারণে মারা গেছেন তা জানাতে পারেননি তিনি। ময়নাতদন্তের পর বিষয়টি জানা যাবে বলে জানান তিনি।