যশোরে ৫৯ জন ‘হোম কোয়ারেন্টাইনে’ - যশোর নিউজ - Jessore News

Breaking

Post Top Ad


Post Top Ad

Responsive Ads Here

Thursday, March 19, 2020

যশোরে ৫৯ জন ‘হোম কোয়ারেন্টাইনে’


যশোরে বুধবার (১৮ মার্চ) নতুন করে ৩৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে যশোরে মোট ৫৯ জনকে ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখা হলো।

এদের মধ্যে বেশিরভাগই বিদেশ থেকে আসা এবং তাদের সাহচর্যে থাকা লোকজন। গত মঙ্গলবার (১৭ মার্চ) এই সংখ্যা ২৪ জন ছিল। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বিকেলে এই তথ্য দিয়েছেন।

যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ৭ মার্চ ইতালি থেকে যশোরের চৌগাছায় ফেরেন এক দম্পতি। এরপর তারা ঝিনাইদহে গেলে সেখানে প্রথম তাদের হোম কোয়ারেনন্টাইনে রাখা হয়। অপরদিকে চৌগাছায় ওই ব্যক্তির বাবাসহ পরিবারের ৬ জনকে স্বাস্থ্যবিভাগের কর্মীরা হোম কোয়ারেন্টাইনে রাখেন। ৮ মার্চ সৌদিআরব থেকে মণিরামপুরে ফেরেন এক নারী। ১৩ মার্চ শার্শার এক ব্যক্তি ইতালি থেকে ফেরেন। ১৬ মার্চ ওমান থেকে ফেরেন এক নারী। স্বাস্থ্যবিভাগ বিদেশ ফেরৎ ওইসব ব্যক্তিদের সাথে সাথে তাদের সংস্পর্শে আসা লোকজনকেও বিশেষ পর্যবেক্ষণে রেখেছে।

সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, যাদের আমরা তত্ত্বাবধানে রেখেছি, তাদের প্রত্যেকের কাছে আমাদের ফোন নাম্বার রয়েছে। তাদের ফোন নাম্বারও আমাদের কাছে রয়েছে। স্বাস্থ্যকর্মীরা প্রতিদিন সকাল ও বিকেলে তাদের বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন। এখন পর্যন্ত তাদের শরীরে করোনার কোনও লক্ষণ পাওয়া যায়নি। সকলেই সুস্থ রয়েছেন।

তিনি বলেন, আমরা তাদের হোম কোয়ারেন্টাইনে কী কী নিয়ম পালন করতে হবে- সেগুলো বুঝিয়ে দিয়েছি। একইসঙ্গে স্থানীয় গণ্যমান্যদের বিশেষ করে দায়িত্বশীলদের তাদের বিষয়ে নজর রাখতে অনুরোধ করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here